কানাডার পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ব্রিটিশ কলাম্বিয়ায়। পাহাড় ও বনবহুল অঙ্গরাজ্যটিতে মাঝেমধ্যেই বন্য প্রাণীদের লোকালয়ে চলে আসার খবর শোনা যায়।বিদ্যালয়ের শিক্ষার্থীদের গান শেখাচ্ছিলেন একজন শিক্ষক। হঠাৎ ছন্দপতন। বিদ্যালয়ের পেছনের উঠানে হাজির একটি বুনো ভালুক।
আতঙ্ক ছড়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। ভালুক তাড়াতে এগিয়ে এলেন সংগীত শিক্ষক। বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেন তিনি। বাদ্যের তালে খেই হারিয়ে বনের প্রাণীটি ফিরে যায় বনে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) এক প্রতিবেদনে জানিয়েছে, ওই রাজ্যের সেন্ট জোনস একাডেমিতে ভালুকটি হানা দেয়। বিদ্যালয়টি স্থানীয় শনিজান হ্রদের ধারের মনোরম পরিবেশে অবস্থিত। ঘটনাটি অবশ্য কবে ঘটেছে, তা প্রতিবেদনে বলা হয়নি।
খবরে বলা হয়, শ্রেণিকক্ষে বসে একদিন শিক্ষার্থীদের তালিম দিচ্ছিলেন বিদ্যালয়টির সংগীতের শিক্ষক ত্রিস্তান ক্লোসেন। হঠাৎ জানালা দিয়ে বাইরের দিকে সবার চোখ আটকে যায়। বিদ্যালয় ভবনের পেছনের উঠানে কাঠের একটি কাঠামোর ওপর বসে রয়েছে বিশাল একটি ভালুক।
ভালুকটিকে তাড়াতে প্রথমে এগিয়ে যাননি কেউ। পরে একজন শিক্ষক ভয় দেখিয়ে ভালুকটিকে তাড়ানোর চেষ্টা করেন। তাতে ভালুকটি গা করেনি। হঠাৎ হাতে একটি ট্রমবোন তুলে নেন ক্লোসেন।
এই বাদ্যযন্ত্র ট্রামফেটের আধুনিক সংস্করণ। এরপর ট্রমবোন হাতে উঠানে বেরিয়ে এসে বাজাতে শুরু করেন তিনি। সুরেলা বাদ্যের শব্দে কিছুক্ষণ পর ভালুকটি বনে ফিরে যায়।